সম্মানিত ভিওয়ার আপনার প্রতি রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা পক্ষে আমার অন্তরের
অন্তঃস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও সালাম।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহ
সাফল্যের ধারা অব্যাহত রেখে পর্যায় ক্রমে ইবতেদায়ী শাখা ১৯৮৩ সাল থেকে শুরু করে মাধ্যমিক ১৯৯৮ ও দাখিল স্থার ২০০০ সালে শুরু হয়।
প্রতিষ্ঠাকালঃ এবতেদায়ী ২৩/০৯/১৯৮৩ ঈশায়ী
নিম্ন মাধ্যমিক ০১/০১/১৯৯৮ ঈশায়ী
দাখিল ০১/০১/২০০০ ঈশায়ী
বর্তমানে একাডেমিক ভবনের আকারঃ ৩৬০০ বর্গফুট ও ১০০০ বর্গফুটের ২টি গৃহ।
সাথে ছাত্রীদের সম্পূর্ন আলাদা নামাজের ঘর।
এই বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য শিক্ষক কর্মচারী রয়েছে-
১৭ জন।
এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বর্তমান সুপারঃ মাওলানা মোঃ মোছলেহউদ্দিন,
আমাদের লক্ষ ও উদ্দেশ্য
আপনার সন্তানদেরকে আধুনিক শিক্ষার সাথে সমন্বয় রেখে কুরআন ও সুন্নাহর
আদর্শ অনুস্বরনে আল্লাহ ভীরু সৎ ও দক্ষ জনশক্তি গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ ও উদ্দেশ্য।
বর্তমানে শিক্ষা স্তর
- ·
নুরানী পদ্বতিতে মক্তব।
- ·
প্রাক প্রাথমিক শিক্ষা।
- ·
এবতেদায়ী ও দাখিল স্তর ।
- ·
রাজগঞ্জ ইসলামিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং ।
সহ পাঠ্যক্রম
একাডেমিক শিক্ষার পাশাপাশি আপনার সন্তানের সুপ্ত প্রতিভা বিকাশের
জন্য রয়েছে,
- ü সাপ্তাহিক আলোচনা সভা,
- ü
সাপ্তাহিক জলসা
- ü
সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।
- ü
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
- ü
স্বাস্থ্য পরিচর্যা।
- ü
খতমে কোরআন।
- ü
বিশেষ দোয়ার অনুষ্ঠান ।
- ü
জাতীয় পর্যায়ের বিভিন্ন্য সাংস্কৃতিক প্রতিযোগিতায়
অংশ গ্রহণের ব্যাবস্থা।
- ü
শিক্ষা সফর।
- ü
অনলাইন ক্লাসের বিশেষ সুবিধা।
- ü
এতিমদের জন্য সম্পূর্ন এতিমখানার অর্থায়নে শিক্ষা
ব্যাবস্থা ।
- ü
সাপ্তাহিক পাঠদান মূল্যায়ন।
- ü
সিসি ক্যামেরা দারা পর্যবেক্ষন।
- ü
রেজাল্ট কার্ড।
- ü
মাসিক ক্লাস টেস্ট।
- ü
সেমিস্টার পদ্বতিতে পরিক্ষা।
- ü
বার্ষিক শিক্ষা সহায়ক কর্মসুচি।
বর্তমানে অনেক প্রতিষ্ঠানেই
যাবতীয় কাজ অনলাইনের মাধ্যমে করাচ্ছে,
ব্যাংকের মাধ্যমে ফি আদায় অনলাইনে
ভর্তির কাজ, এগুলো সম্পর্ন না করারো একয়েকটা কারন আছে, আমাদের প্রতিষ্ঠানে কিছু ছাত্র/ছাত্রীদের
আর্থীক অবস্থা ততটা ভালো না থাকায়, দেখা যায় মাসিক বেতনটিও দিতে পারছেনা, এখন অফলাইনে
থাকায় কম-বেশি ফি আদায়ের মাধ্যমে আমরা সে সকল শিক্ষার্থীদের আর্থীক দিকটি দেখতে পাচ্ছি,
আর এটা অনলাইনে দিয়ে দিলে তখন হয়তো তাদের পড়ালেখার সম্পূর্ন খরচ বহন করা সম্ভব না হলে
পড়ালেখাই বাদ পড়েযেতে পারে, সে দিকে লক্ষ রেখে আমরা ভর্তির কার্যক্রম অনলাইন মুখি হচ্ছিনা।
ভবিষ্যৎ পরিকল্পনা
- 1.
ছাত্রীদের জন্য স্বতন্ত্র শাখা খোলা।
- 2.
হেফজখানা প্রতিষ্ঠা।
- 3.
নূরানী
- 4.
নাহু সরফ ক্লাস
- 5.
বয়স্ক শিক্ষা
- 6.
স্কুল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস।
- 7.
লাইব্রেরি / গ্রন্থগার।
- 8.
কম্পিউটার ল্যাব।
- 9.
প্রজেক্টরের মাধ্যমে স্মার্ট ক্লাসের ব্যাবস্থা।
- 10. বিজ্ঞানাগার।
- 11. দর্জি
প্রসিক্ষন।
- 12. কারিগরি
শিক্ষা।
- 13. ইদগাহ
মাঠ।
- 14. ডিজিটাল
শিক্ষা ব্যাবস্থায় ডিজিটাল সেবা, প্রতি ক্লাসে সিসি ক্যামেরার ব্যাবস্থা ও তা অনলাইনে
আপনার দ্বারপ্রান্তে পৌছে দোয়া, আপনার সন্তান ক্লাসে কি করছে তা আপনি ঘরে বসেই সরাসরি
দেখতে পারবেন।
- 15.
ডিজিটাল হাজীরা, চাইলেই আপনি আপনার সন্তান এই বছরে
কতদিন মাদরাসায় উপস্থিত ছিলো দেখে নিতে পারবেন।
এ মাদরাসা বর্তমানে ছোট্ট পরিসরে হলেও আমাদের ভবিষ্যত পরিকল্পনা
অনেক সুদূর প্রসারী। ইসলামী শিক্ষা ও খিদমাতের ব্যাপক বিস্তারের লক্ষ্যে অত্র মাদরাসাটি আরো ১৫ টি বিভাগ ধীরে ধীরে চালু করার পরিকল্পনা
ধারণ করে আছে।
উল্লেখ্য যে, এটি একটি সম্পূর্ণ বেসরকারী দ্বীনি প্রতিষ্ঠান। আল্লাহর দ্বীনের প্রচার-প্রসার ও প্রতিষ্ঠা করাই এর একমাত্র লক্ষ্য। এ জাতীয় সকল প্রতিষ্ঠানই দ্বীন-দরদী মুসলমান ভাইদের আর্থিক অনুদানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তাই আর্থিক অনুদানের মাধ্যমে আপনিও হতে পারেন এ মহা-উদ্যোগের একজন অংশিদার। আপনার নেক দু‘আর মাধ্যমেই আল্লাহ তা‘আলা আমাদের চলার পথকে সুগম করবেন। আর্থিক অনুদানে শরীক হতে আগ্রহীদের সুবিধার্থে এ প্রতিষ্ঠানের ৪টি আলাদা ফান্ড রয়েছে।
যথা :-
১ আজীবন সদস্য।
২ সাধারণ
সদস্য ।
৩ দাতা সদস্য।
৪ দান সদকা, যাকাত, ফেতরা, মান্নত, ইত্যাদি
আপনি রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসা ও এতিমখানায় আর্থিক ভাবে সাহায্য করতে চাইলে সরাসরি প্রতিষ্ঠাতার নিকট অথবা মাদরাসায় দায়িত্বরত শিক্ষকের নিকট পৌছে দিয়ে আপনার আদায় রশিদ সংগ্রহ করুন।
অথবা
0 মন্তব্যসমূহ