• ভবিষ্যৎ পরিকল্পনা
• ছাত্রীদের জন্য স্বতন্ত্র শাখা খোলা।
• হেফজখানা প্রতিষ্ঠা।
• নূরানী
• নাহু সরফ ক্লাস
• বয়স্ক শিক্ষা
• স্কুল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস।
• লাইব্রেরি / গ্রন্থগার।
• কম্পিউটার ল্যাব।
• প্রজেক্টরের মাধ্যমে স্মার্ট ক্লাসের ব্যাবস্থা।
• বিজ্ঞানাগার।
• দর্জি প্রসিক্ষন।
• কারিগরি শিক্ষা।
• ইদগাহ মাঠ।
• ডিজিটাল শিক্ষা ব্যাবস্থায় ডিজিটাল সেবা, প্রতি ক্লাসে সিসি ক্যামেরার ব্যাবস্থা ও তা অনলাইনে আপনার দ্বারপ্রান্তে পৌছে দোয়া, আপনার সন্তান ক্লাসে কি করছে তা আপনি ঘরে বসেই সরাসরি দেখতে পারবেন।
• ডিজিটাল হাজীরা, চাইলেই আপনি আপনার সন্তান এই বছরে কতদিন মাদরাসায় উপস্থিত ছিলো দেখে নিতে পারবেন।
বর্তমানে আমাদের শিক্ষা ব্যাবস্থা
• নুরানী পদ্বতিতে মক্তব। • প্রাক প্রাথমিক শিক্ষা। • এবতেদায়ী ও দাখিল স্তর ।
• এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং । যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ , মোবাইল: 01718884707 ইমেইল: rajgonjmadrasah@gmail.com
সহ পাঠ্যক্রম
• একাডেমিক শিক্ষার পাশাপাশি আপনার সন্তানের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য রয়েছে
• সাপ্তাহিক আলোচনা সভ।
• সাপ্তাহিক জলসা।
• সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।
• বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
• স্বাস্থ্য পরিচর্যা।
• খতমে কোরআন।
• বিশেষ দোয়ার অনুষ্ঠান ।
• জাতীয় পর্যায়ের বিভিন্ন্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের ব্যাবস্থা।
• শিক্ষা সফর।
• অনলাইন ক্লাসের বিশেষ সুবিধা।
• এতিমদের জন্য সম্পূর্ন এতিমখানার অর্থায়নে শিক্ষা ব্যাবস্থা ।
• সাপ্তাহিক পাঠদান রিপোর্ট।
• সিসি ক্যামেরা দারা পর্যবেক্ষন।
• রেজাল্ট কার্ড ।
• বার্ষিক শিক্ষা সহায়ক কর্মসুচি।
সম্পাদনায়
সম্পাদক : মোঃ বায়েজিদ হাসান প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার
বর্তমানে একাডেমিক ভবনের আকারঃ ৩৬০০ বর্গফুট ও ১০০০ বর্গফুটের ২টি গৃহ।
সাথে ছাত্রীদের সম্পূর্ন আলাদা নামাজের ঘর।
এই বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য শিক্ষক কর্মচারী- সহ মোট ১৭ জন
এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বর্তমান সুপারঃ মাওলানা মোঃ মোছলেহ উদ্দিন,
0 মন্তব্যসমূহ